বান্দরবানে ২ শীর্ষ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৮
বান্দরবানে ২ শীর্ষ ডাকাত গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামু আন্তঃউপজেলার শীর্ষ ডাকাত শাহীনুর রহমান শাহীন (৩৫) ও তার অন্যতম সহযোগী তারেক জিয়াকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


বুধবার (১৮জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান শহরের মেঘলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শাহীন ডাকাত এর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক ও ৪টি হত্যাচেষ্টার মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী।


র‌্যাব জানায়, ইতোপূর্বে ডাকাত শাহীন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তাকে গ্রেফতারের দাবিতে এলাকার সচেতন মহল সম্প্রতি গর্জনিয়া ইউনিয়ে একটি মানববন্ধন করেছিল। শাহীন বাহিনীর অপকর্মের ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি ছিল। তার অপকর্মের বিষয়গুলো বিভিন্ন পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়। সম্প্রতি দায়েরকৃত একটি নিয়মিত মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/নয়ন/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com