আমতলীতে জমি অধিগ্রহণের চেক প্রদান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:৩৩
আমতলীতে জমি অধিগ্রহণের চেক প্রদান
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমতলীতে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে চেক প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল-আহসান।


জানা গেছে, ২০২০ সালে সরকার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ৪০০ কেভি সুইচিং উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এ প্রকল্পের অধীনে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে ৪৯ একর জমি অধিগ্রহন করা হয়। বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ ২০ জন মালিকের মাঝে ক্ষতিপুরণের ৬৫ লক্ষ টাকার চেক প্রদান করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।


বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক প্রদান সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।


বিবার্তা/নোমান/রোমেল/জেএইচ




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com