আমতলীর সকল উন্নয়ন আমি দেখব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:২৩
আমতলীর সকল উন্নয়ন আমি দেখব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘পদ্মা সেতু খুলে দেয়ার পরে অবহেলিত আমতলীর অনেক উন্নয়ন হয়েছে।’ বুধবার বেলা সাড়ে ১১টায় তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগের ১৩ জেলার ৪৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলমের সঞ্চালনায় ভিডিও কনফানেন্সে বরগুনা জেলার আমতলী ও পাথরঘাটা উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।


তিনি আরো বলেছেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে পায়রা নদী পাড় হয়ে বরগুনার আমতলী-তালতলী জনপদে অনেক ঘুরেছি। আমতলী-তালতলী জনপদের অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে। ওই জনপদের মানুষের ভালোবাসায় এমপি হয়েছিলাম। ওখানের সব কিছুই আমি দেখব। উদ্বোধন অনুষ্ঠানে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আব্দুস ছালাম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ফজলুল হক, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. দেবব্রত পাল, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর কবির, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান নান্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিএম মুছা ও সুফলভোগী মৌলভি মো. আব্দুল মান্নান প্রমুখ।


সুফলভোগী মৌলভি আব্দুল মান্নান কান্নাজরিত কণ্ঠে বলেন, চোখে মাংস বৃদ্ধি ও ছানি পরেছে। ওই মাংস ও ছানি অপসারণ করতে বে-সরকারিভাবে ৪৪ হাজার টাকা প্রয়োজন। কিন্তু আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টারের তত্ত্বাবধানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল আই কেয়ার সেন্টারে বিনামুল্যে চিকিৎসা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার চোখের আলো দিয়েছেন। আমার জীবনে এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুফলভোগীর কথা মনোযোগ সহকারে শুনেছেন।।


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।


উল্লেখ গত বছর ৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম শুরু হয়। গত ছয় মাসে উপজেলার এক হাজার ৫’শ ৭০ জন চক্ষু রোগিকে বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়েছে।


বিবার্তা/নোমান/রোমেল/জেএইচ




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com