৯২ পরিবারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬:৫৯
৯২ পরিবারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামের সরকারি আবাসন প্রকল্পের ৯২ পরিবারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো।


মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, পেয়েছে নতুন জীবন, কিন্তু বদলায়নি যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিনের চলাচলের জন্য ব্যবহার করেন এই বাঁশের সাঁকো। খালের ওপারে থাকা পরিবারগুলো নিজেদের প্রয়োজনে নিজেরাই তৈরি করে নিয়েছেন এ সাঁকো।


মূলত মুজিব বর্ষ উপলক্ষ্যে যারা ঘর পেয়েছেন তারা সবাই হত দরিদ্র, কেউ ভ্যান চালিয়ে সংসার চালায় আবার কেউ দিনমজুরের কাজ করে। সারাদিন ভ্যান-রিক্সা চালিয়ে দিন শেষে যখন বাড়ি ফেরে তখন তাদের একামত্র সম্বল ভ্যান-রিক্সাটি নিতে পারে না বাড়িতে, আতঙ্কে থাকেন কখন যেন চুরি হয়ে যায় শেষ সম্বলটি। শিশুরা স্কুলে যেতে হলে পারাপার হতে হয় এই সাঁকো উপজেলা থেকে প্রায় ৫ কিলমিটার দূরে এ আবাসনটি অবস্থিত। প্রতিদিনই যেন তাদের আতঙ্কে কাটে অনাকাঙ্খিত দূর্ঘটনার আসঙ্কায়।


আবাসনের বয়বৃদ্ধ মনোয়ারা বেগম (৮০) বলেন, সরকার ঘর দিয়েছে বলে আজ পরিবার নিযে বিল্ডিং এ থাকতে পারি, একটি ব্রীজ হলে আমাদের আর কোন অপ্রাপ্তি থাকে না।


স্কুল পড়ুয়া শিক্ষার্থী লিজা, জাকারিয়া ও আব্দুল্লাহ জানায়, আমরা স্কুলে যাওয়ার পথে খুবই ভয়ে থাকি। লিজা বলে আমি দু’বার এই সাঁকো থেকে পড়ে গিয়ে বই-খাতা ভিজে নষ্ট হয়ে গেছে।


এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন জানান, বিষয়টি আমাদের দৃষ্টিতে আছে, চেষ্টা করবো ওখানে একটা বরাদ্দ দেওয়ার।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাস বলেন, এবিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখব, তাদের দাবী যৌক্তিক হলে চেষ্টা করব একটা বরাদ্দ দেওয়ার।


বিবার্তা/মশিউর/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com