সরিষা ফুলের গন্ধে মুখরিত ভোলার ফসলের মাঠ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:২০
সরিষা ফুলের গন্ধে মুখরিত ভোলার ফসলের মাঠ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলা জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। প্রকৃতি যেন গায়ে হলুদের অপরূপ সাজে সেজেছে। জেলাজুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠছে ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঢাকা বিস্তীর্ন মাঠ যেন হলুদ বর্ণে ঘেরা এক সপ্নীল পৃথিবী। সরিষার সবুজ গাছের হলুদ ফুলে শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। এ এক অপরুপ সৌন্দর্য। যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।


জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ভোলায় সরিষা ফুলের আবাদ হয়েছে ৮ হাজার ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৮৩৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও বেশী আবাদ হয়েছে ১ হাজার ২১৫ হেক্টর জমিতে।


চলতি রবিশস্য মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ হানা না দেয়ায় এবং সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় সরিষার পাশাপাশি আলু, গম ও ভূট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথাসময়ে ঘরে তুলতে পারলে এবং বিক্রি মূল্য ভাল পেলে বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।


বিবার্তা/শাহীন/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com