ইসমাইলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের ঘর
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২০:৪১
ইসমাইলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের ঘর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি ঘরের জন্য একে একে তিনবার উপজেলা প্রশাসনের নিকট কাগজপত্র জমা দিয়েও ভূমিহীন ইসমাইলের ভাগ্যে জোটেনি একটি ঘর। জরাজীর্ণ টিনের চালায় কাটছে তিন সন্তানকে নিয়ে তার মানবেতর জীবন।


ভূমিহীন ইসমাইল উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।


১২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, একবেলা খেলে অন্যবেলায় খাবার জোগাতে পারে না। থাকার ঘরটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড়িয়ে আচে। দূর থেকে দেখে মনে হয় গোয়াল ঘর- ছোট্ট জরাজীর্ন টিনের চালায় তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল। বিষয়টি তবুও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নজরে আসেনি।


ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে। অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি, কাগজ জমা দিয়েছি- কিন্তু তিন বছরেও তার কিছু হয়নি! তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।


এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, ওই ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করা হবে।


বিবার্তা/তমাল/রোমেল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com