ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩
ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।


১১ জানুয়ারি, বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।


পিপি ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছিল কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদি হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলারটি সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ান ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অং এর ছেলে চওনা, উলাটি অং এর ছেলে মং চেতে, মৎ সাও এর ছেলে উয়া নাই।


বিবার্তা/তাফহীমুল/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com