‘পিডাইয়া’ লম্বা করে দিতে বলা সেই প্রার্থীকে শোকজ
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৫:০৭
‘পিডাইয়া’ লম্বা করে দিতে বলা সেই প্রার্থীকে শোকজ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম সারওয়ারকে নির্বাচনী পথসভায় 'পিটিয়ে লম্বা করে দেওয়ার' বক্তব্যের জেরে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ২৪ ঘণ্টার মধ্যে তাকে এ নোটিশের জবাব দিতে বলেছেন।


শুক্রবার (১৭ মে) রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, প্রকাশিত সংবাদ ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


গোলাম সারওয়ারকে দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘গত ১৪ মে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে নির্বাচনী পথসভায় দেওয়া আপনার এক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ১০ মিনিট ৬ সেকেন্ডের বক্তব্যের মধ্যে ‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ আপনি এমন বক্তব্য রেখেছেন মর্মে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার সুষ্পষ্ট লঙ্ঘন। একই বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই বাবলু লিখিত অভিযোগ দাখিল করেন। তাই উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা ও নির্বাচনী আচরণবিধি অনুসারে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এতদবিষয়ে পত্র প্রাপ্তির ২৪(চব্বিশ) ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।’


গোলাম সারওয়ার সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।


এর আগে গত মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন গোলাম সারওয়ার। এসময় তিনি দীর্ঘ বক্তব্যে তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করে দেন, একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু উপরের নির্দেশ আছে।’ তার এই বক্তব্যের ১০ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com