টেকনাফে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলন ৩ কৃষক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:৩৬
টেকনাফে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলন ৩ কৃষক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে অপহরণ হওয়া চার কৃষকের মধ্যে তিনজন ৬ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তারা বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।


তিনি জানান, তারা কীভাবে মুক্তিপণের ৬ লাখ টাকা পরিশোধ করেছেন স্বজনরা এ ব্যাপারে কাউকে কিছু জানায়নি।


ফেরত আসা ব্যক্তিরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, একই এলাকার রাজা মিয়ার দুই ছেলে মুহিব উল্লাহ এবং আব্দুল হাকিম। কিন্তু অপহরণের শিকার আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম এখনও ফেরত আসেননি।


অপহৃতদের স্বজনরা বলছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছে ৬ লাখ টাকা পাঠানোর পর তিন জনকে তারা মুক্তি দিয়েছে।


গত রবিবার ভোরে হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় শস্য ক্ষেত পাহারায় থাকা চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে গত চার মাসে টেকনাফে ৩১ জন অপহরণের শিকার হলেন।


বিবার্তা/তাফহীমুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com