রাজশাহীতে জনি হত্যায় ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৪৫
রাজশাহীতে জনি হত্যায় ৪ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে কাজিহাটা এলাকায় চোর আখ্যা দিয়ে শফিকুল ইসলাম জনি (৩৩) নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় অ্যালিগ্রো রিয়েল এস্টেট কোম্পানির পরিচালক তৌফিকুর রহমান বাবু (৫২) ওরফে মওলা বাবুকে প্রধান আসামি ও তার বড় ভাই শাহীনকে (৫৫) ২ নং আসামি করে ৪ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় আরও ৪/৫ কে অজ্ঞাত আসামি করা হয়েছে।


রবিবার রাতে জনির বড় ভাই রিয়াজূল সাইদ বিপ্লব বাদি হয়ে রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। বাকি দুই আসামি হলেন, কাজিহাটা এলাকার মুকুলের ছেলে কিশোর (২০) ও একই এলাকার মৃত মিশন সরকারের ছেলে প্রসেনজিৎ।


মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মওলা বাবু, তার বড় ভাই শাহীন, কিশোর ও প্রসেনজিৎসহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে চাপাতি, জিআই পাইপ, হাতুড়ি ও রড দিয়ে জনিকে এলোপাতাড়ি মারধর করে।


মামলায় তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে সাহেব বাজারে তার কাপড়ের দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন শফিকুল ইসলাম জনি। পথে চন্ডিপুর মিশন হাসপাতালের সামনে পৌছালে আসামিরা জনিকে ধরে দড়ি দিয়ে খাম্বার সাথে বেঁধে ফেলে। এরপর তার শরীরের বিভিন্ন স্থানে চাপাতি, জিআই পাইপ, হাতুড়ি ও রড পিটিয়ে গুরুতর জখম করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে মারা যান জনি।


মামলার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, নিহত শফিকুল ইসলাম জনির বড় ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রযেছে। অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com