কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়িতে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩০
কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়িতে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রায় কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।


রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল আধিদফতরের আহবায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান উপস্থিত ছিলেন।


এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,পরিষদ সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, নিলোৎপল খীসা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও দীঘিনালা ইউপি চেয়ারম্যান মো. কাশেম, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকিসহ প্রমুখ।


প্রায় এক কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭৮৫ মিটার সংযোগের মাধ্যমে ৯ মাইল এলাকার ২৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে।


বিবার্তা/মামুন/বর্ষা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com