
আগামীকাল ঘোষণা করা হতে পারে বন্ধ ঘোষিত গাইবান্ধা -৫ আসনের উপ-নির্বাচনের নতুন তারিখ। নির্বাচন কমিশনের মঙ্গলবারে সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে নির্বাচনের বিষয়ে।
৫ ডিসেম্বর, সোমবার এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ন সচিব এস এম আসাদুজ্জামান।
এদিকে, ইসির সংস্থাপন-২ শাখার উপ-সচিব মো. শাহ আলমের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষের্বাচন কমিশনের ১০তম সভা অনুষ্ঠিত হবে। পূর্ণ তারিখ ঘোষণা হলে বন্ধ ঘোষিত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাই প্রার্থী হিসেবে বহাল থাকবেন।
প্রসঙ্গত, সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়। পরে গত ১২ই অক্টোবর ওই নির্বাচনে ভোটগ্রহণের সময় ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরদিন অনিয়মের তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেন ইসি। কমিটির সুপারিশের ভিত্তিতে গাইবান্ধার এক অতিরিক্ত জেলা প্রশাসক, পাঁচ এসআই, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৩ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্ত করাসহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেন।
ওইসব কর্মকর্তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি বাস্তবায়ন করে আগামী এক মাসের মধ্যে ইসিকে অবহিত করার নির্দেশও দেন কমিশন।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।
সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন ও সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।
বিবার্তা/সানজিদা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]