
জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কম বিষয়ে একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
এসময় বক্তারা গত ২৮ নভেম্বর দৈনিক প্রথম আলোর পত্রিকায় অনলাইনে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কম উল্লেখ করে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা মূলত বস্তনিষ্ঠ হয়নি উল্লেখ করেন।
মূলত: আওয়ামী লীগের জেলা সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের বিকালে ৩টায় উপস্থিতিতে লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও অনলাইন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ওসমান/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]