
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) এর শেষ বর্ষের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রবিবার (৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাহিম মেডিকেল কলেজ হোস্টেল থেকে বের হয়ে খান্দার নতুন রাস্তার মোড়ে নাস্তা খেতে যায়। নাস্তা খাওয়ার একপর্যায়ে আলুর চপের মধ্যে ময়লা থাকায় ফাহিমের সঙ্গে আসামি ফরিদ বেপারীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফরিদ চিকিৎসক ফাহিমকে ধাক্কা মারে এবং শাকিল ব্যাপারীর হাতে থাকা পিঁয়াজ কাটার ধারালো চাকু দিয়ে ফাহিমকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে শজিমেকের জরুরি বিভাগে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই শিক্ষার্থী।
নিহত মেহেরাজ হোসেন শজিমেকের ২৫তম ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকার সবুজবাগের নূর মোহাম্মাদের পুত্র।
ঘটনার দিন মেডিকেলের সামনে রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ২ নম্বর গেটের সামনে রংপুর—ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওইদিনই ঘাতক দোকানী বাবা-ছেলেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বিবার্তা/রাহেনুর/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]