
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আরফিনা আক্তার নদী (১৬) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।
৪ ডিসেম্বর, রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুলছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে বিষ পান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে।
চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।
বিবার্তা/সুমন/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]