
নোয়াখালী বেগমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮ পিস ইয়াবাসহ তিন মাদক তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাজ থেকে ১টি সিএনজি, ৮টি সিম, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক, নগদ ২ হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়।
৪ ডিসেম্বর, রবিবার সকালে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ ডিসেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত বেগমগঞ্জ থানায় পৃথক অভিযান চালায়। এসময় মো. রুবেল (২৮), মো. বোরহান (৪৫) ও মো. বাবর (৩০) নামের তিন যুবককে আটক করা হয়। আসামিরা থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক কেনা-বেচা করে আসছিল।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]