
রাজধানী সায়দাবাদ হানিফ ফ্লাইওভারের উপর সুতা টাঙ্গিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ ইমাম হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর)বিকাল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত ইমাম হোসেন তিনি বিবার্তাকে বলেন, আমি দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ অফিস থেকে মোটরবাইক চালিয়ে বনানীর বাসায় যাওয়ার পথে গোলাপবাগ হানিফ ফ্লাইওভারের উপরে টাঙ্গানো সুতায় পেচিয়ে ব্রিজের উপর ছিটকে পড়ে যাই। এতে আমি গুরুতর জখম হই, পরে আমার সহকর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বিবির্তাকে বলেন, হানিফ ফ্লাইওভারের উপর ছিনতাইকারীর সুতার আঘাতে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল নিয়ে আসার পর তার চিকিৎসা চলছে।
বিবার্তা/বুলবুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]