
কক্সবাজার শহরের কলাতলী হোটেল কক্ষে একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দন্ডিতদের ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালাম ও পারুল বেগমের পুত্র পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রব ও পরী বানুর পুত্র মো: মোতালেব (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের (ঘোনার পাড়া) বাদশার ঘোনার জাকের হোসেনের পুত্র আবদুল মালেক (২৪) খুনের স্বীকার।
বিবার্তা/তাফহীমুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]