
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে কুপিয়ে ও গুলি করে শাহাবুদ্দিন নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩৫ বছর বয়সী ওই যুবক স্থানীয়দের নেতা বা মাঝি হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে বালুখালী ক্যাম্প ১২-এর এইচ ১৪ ব্লকে এ ঘটনা ঘটে।
এদিন রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভোরে প্রায় ২০-৩০ জন দুর্বৃত্ত ধারাল দা ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে পেছনের দরজা দিয়ে শাহাবুদ্দিন মাঝির ঘরে ঢোকে। এ সময় তারা শাহাবুদ্দিনের পেটের ওপর ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায় ও পেটের মাঝ বরাবর গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহাবুদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে।
বিবার্তা/তাফহীমুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]