
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় নবী হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
২৭ নভেম্বর, রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নবী হোসেন ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের পিছনে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজচালিত অটোরিক্সা ধাক্কা দিলে যাত্রী, ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় মাহফুজসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দসহ এই ঘটনায় মামলা হয়েছে।
বিবার্তা/সাজ্জাদুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]