
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নামক এলাকায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে।
২৭ নভেম্বর, রবিবার সকালে ৮ নম্বর লম্বাশিয়া পাহাড়ি এলাকায় হাতির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বন বিভাগকে খবর দেওয়া হয়।
তাঁরা বলছেন, রাতে হাতিটি গর্তে পড়ে যায়। পরে আর উঠতে পারেনি। মৃত হাতির আনুমানিক বয়স ২ বছর। প্রায় প্রতিদিনই এখানে হাতির দল আসে। বর্তমানে ১০ থেকে ১২টি বন্যহাতির দল পার্শ্ববর্তী বনাঞ্চলে অবস্থান করছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা শফিকুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে আমাদের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। হাতিটি উদ্ধারে তারা কাজ করছেন। তবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]