
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল ও মালবাহী ট্রলি গাড়ির মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাত ৭টায় খাগুরিয়া হানিফার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাগুরিয়ার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে বাইক আরোহী শান্ত মিয়াজী (২৫), সেলিম বকাউলের ছেলে বাইক আরোহী মো. রাশেদ (২৪) এবং ট্রলি গাড়ির হেলপার চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেরিবাঁধের সড়কে সংঘর্ষ হয়।
নিহতের তথ্য নিশ্চিত করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে মতলব উত্তর থানা পুলিশের ওসি মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। পরে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]