
নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারপিট করার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাভলু হোসেন নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির এ কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত লাভলু হোসেন উপজেলার চাঁদপুর গ্রামের শামসুল হকের ছেলে।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, লাভলু একজন মাদকাসক্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তার মা ও বাবাকে মারপিট করতো লাভলু। শুক্রবার দুপুরে নেশার টাকার জন্য আবারো মা ও বাবাকে মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার চেষ্টা চালায়। এতে নিরুপায় হয়ে লাভলুর মা শেফালি বেগম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/বিধান দাস/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]