
সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুরের কাউখালী শাখা।
শনিবার (২ জুলাই) সকাল ১২টায় মুজিব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, বাংলাদেশের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আমরাজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস, সহ-সভাপতি ও নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার, আইরন জয়কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, শিক্ষক বাবুল ঘোষ এবং আল আমিন খান রাসেল প্রমুখ।
সভায় বক্তরা সারাদেশে শিক্ষকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে সকালে কাউখালী উপজেলা সড়কে দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিবার্তা/রবিন/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]