
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের কাউখালীতে মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের সমাজসেবী আ. মান্নান হাওলাদারের উদ্যোগে উপজেলা গোসনতারা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেপির কাউখালী উপজেলা সভাপতি এবং কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেপি’র সহ-সভাপতি মো. শাহ আলম নসু, মো.নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা মোবাক্ষের হোসেন দরবেশ হুজুর। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবীণ মুসুল্লিরা দোয়ায় শরিক হন।
বিবার্তা/রবিন/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]