
ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় ইদ্রিস আলী মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে পৌর শহরের দুধসারা মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী পৌর শহরের ব্রীজঘাট এলাকার মৃত খোদা বক্স মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে মাঠ থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলা প্রশাসনের আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইদ্রিস আলী ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ট্রাক্টর চালক ফারুক পালিয়ে গেলেও বালু বোঝাই ট্রাক্টর আটক করেছে থানা পুলিশ।
কোটচাঁদপুর ইউএনও মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
থানার উপ-পরিদর্শক আইয়ুব আলী খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রায়হান/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]