
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে ১৫ পিস ইয়াবাসহ বাবলু উরফে বাবলু মাঝি (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের সিকদারের চৌমুহনীর মোড় এলাকা থেকে
তাকে আটক করা হয়।
আটককৃত বাবলু উরফে বাবলু মাঝি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আহম্মপুর গ্রামের গিয়াসউদ্দিন মাঝির ছেলে।
শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের সিকদারের চৌমুহনীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবসহ বাবুল উরফে বাবুল মাঝিকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শাহীন/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]