
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে হাসানুর রহমান (১৪) নামে এক কিশোর ফাঁস নিয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর হাসানুর রহমান ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
জানা গেছে, কয়েকদিন থেকে হাসানুর একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় তিনি কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার দুপুরে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
জুয়েল রানা/এসপি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]