
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে ভোর ৬টা থেকে যান চলাচল শুরু হয়েছে।
২৬ জুন, রবিবার সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে ২৫ জুন, শনিবার সকালে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত সারাদেশের মানুষ।
পদ্মা সেতুতে পায়ে হাঁটা, দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে একটু নমনীয়তা দেখিয়েছে সেতুর নিরাপত্তাকর্মীরা। তাই এদিন অনেকেই সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন।
কিন্তু এই সুযোগেই এক যুবক ঘটিয়ে ফেললেন অপ্রীতিকর ঘটনা। টিকটকে ভিডিও বানাতেতিনি খুলেছেন সেতুর নাট-বল্টু।
আরেক ঘটনায় পদ্ম সেতুর উপরে এক যুবকে প্রসাব করতে দেখা গেছে।তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। যান চলাচলের প্রথম দিনে এমন দৃশ্য দেখে হতবাক সবাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই দুই যুবকের একজন সেতুতে প্রসব করে প্রকারন্তে জাতির শ্রেষ্ঠ অর্জনকে হেয় করেছে, অন্যজন নাট খুলে এই বোঝাতে চেয়েছেন-পদ্মা সেতু তৈরিমানসম্মত হয়নি। দুই যুবকের এমন কাণ্ডে তাদেরকেআইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন অনেকেই।
তবে এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]