
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জেরে মোদাচ্ছের শেখ (৬৫) নামে এক ঘের ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ জুন) সকালে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোদাচ্ছের শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্ত্রী মমতাজ বেগম জানান, মোদাচ্ছের শেখকে পিটিয়ে ও কুপিয়ে তার দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এসআই অনুতাপ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছ। গুরুতর আহত মোদাচ্ছের শেখকে চিকিৎসার জন্য তার স্বজনরা খুলনায় নিয়ে গেছেন।
বিবার্তা/রাজু/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]