
সিলেটে বন্ধুদের সাথে বন্যা দেখতে গিয়ে পানিতে ডুবে মো. মোবারক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় শহরতলীর বাইশটিলাস্থ আলিফ সিটি ব্রিজের নিচ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া মো. মোবারক সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার ভাড়াটিয়া ছালেহ আহমদের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাইশটিলা এলাকায় বন্যা দেখতে যায় মোবারক। পরে বিকেল পৌনে ৫টার দিকে বাইশটিলাস্থ আলিফ সিটি ব্রিজ থেকে সে নিচে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যার দিকে ব্রিজের নিচ থেকে মো. মোবারকের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]