
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সামিয়া আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহত সামিয়া বাসাইল পৌর শহরের এস আর পাড়া এলাকার ছানোয়ার হোসেনের বড় মেয়ে। সামিয়া আক্তার বাসাইল রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাবার খেয়ে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুকুর থেকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ খান জানান, হাসপাতালে আনার আগেই সামিয়া আক্তারের মৃত্যু হয়েছে।
বিবার্তা/তোফাজ্জল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]