
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১টি ক্লিনিকসহ ৩টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোন কাগজপত্র সঠিক না থাকায় হাসপাতাল রোডে চন্দনা ডায়াগনস্টিক সেন্টার, ডি এপোলো ডায়াগনস্টিক সেন্টার, সাধুমোল্লার মোড়ে দি আরোগ্য ক্লিনিক ও জামালপুর বাজারে জামালপুর প্যাথলজি সেন্টার সিলগালা করাসহ প্যাথলজি সেন্টারের মালিক কাজী মঞ্জুরুল ইসলামকে (৪২) ১৫ দিনের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এসময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. নিউটন সিকদার, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]