
কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় এক পাখিভ্যান চালক নিহত হয়েছেন। এছাড়া ভ্যানের ২ যাত্রী আহত হয়েছেন।
নিহত পাখিভ্যান চালক লিটন (৪২) উপজেলার চৌদুয়ার গ্রামের আবু তালেবের ছেলে এবং আহতরা হলেন বিলআমলা গ্রামের মহিদুল ইসলামের ছেলে নাইম (২৫) ও আব্দুল ওয়াহেদের ছেলে মিলন (৪৫)। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউপি’র নওদাপাড়া ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ যাত্রী নিয়ে ভ্যানচালক লিটন মিরপুর থেকে নিমতলায় যাওয়ার পথে নওদাপাড়া ব্রীজের উপরে মেহেরপুর গামী একটি যাত্রাবাহী বাস তার পাখিভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ভ্যানের ২ যাত্রী।
আহতদের মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মিরপুর হাসপাতালে নেয়ার পর তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জামাল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]