
কুষ্টিয়ার খোকসায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ইয়ানুর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে নিজ বাড়ির রাস্তার পাশের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু ইয়ানুর খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিবেশী শিশুদের সাথে খেলতে গিয়ে বৃষ্টির জমে থাকা জলাশয়ে পড়ে শিশু ইয়ানুর মারা যায়। পরে তার মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা ইয়ানুরের পরিবারকে জানায়।
এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/শরীফুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]