
রাজশাহীর তানোর উপজেলায় প্রায় ১১কেজি গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) ভোরে উপজেলার গোল্লাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোরে ৮ মাদক কারবারিসহ ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগচর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. মজিবুর রহমান (২৪), একই জেলার কালীনগর (মিরের চর) গ্রামের মৃত ইমরান আলীর ছেলে মো. বাবু (২২), একই জেলার বাগচর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে রনজু (৩৫), চারিনাও গ্রামের মৃত মধু মিয়ার ছেলে মো. আহম্মদ মিয়া (২৫), হবিগঞ্জ জেলার ব্র্রাক্ষ্মনডোরা গ্রামের মৃত লনি সরকারের ছেলে উত্তম সরকার (২৫), উপজেলার বলদীপাড়া গ্রামের মৃত মহির মন্ডলের ছেলে মো. ফরহাদ হোসেন।
এছাড়াও পৃথক অভিযানে ২১ লিটার দেশী চোলাইমদ উপজেলার চকরতিরাম (মালিপাড়া) গ্রামের মৃত- গাবরিয়েল মুরমু ছেলে ইলিয়াস মুরমু (৩৮) ও উপজেলার চক রতিরাম (আদিবাসী পাড়া) মার্সেল টুডুর ছেলে সোহেল টুডুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/অসীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]