
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ টাস্কফোর্স অভিযানে ২২৩৫ পিস ইয়াবাসহ আব্দুল কাদির মোল্লা নামের ৭০ বছরের এক বৃদ্ধ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২২ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আখাউড়ার দেবগ্রামের কাদিরের বসতঘর তল্লাশী করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ৮ টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আব্দুল কাদির মোল্লাকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]