
মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শালিখা থানা ওসি বিশারুল।
আসামিরা হলেন- মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসেন (৩৫)। ফারুক হোসেন ও তালখড়ি ইউনিয়নের কামাল হোসেন (২৫)। উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে।
জানা যায়, বুধবার (১৮ মে) এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার ওসি বিশারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর এলাকার জেনারস স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি আসামি ফারুক হোসেনের নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক আরো ৬ টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিরা তাদের সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রোল নিক্ষেপসহ দেশদ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০১৩ সাল হতে বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ছত্রছায়ায় থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো তারা।
বিবার্তা/মনিরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]