
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া থেকে আটক করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস(৪৫), ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫), মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস(৩৫)।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আসছে। তারা খুবই চতুর। তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে অভিযানের অগ্রিম খবর পেয়ে যায়। এবার তাদেরকে কৌশলে ধরা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/আশিক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]