
ভোলার লালমোহনে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে রাহুল হাওলাদার (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালের দিকে লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাহুল ওই পাড়ার মৃত পিন্টু হাওলাদারের ছেলে। সে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, রাহুল দীর্ঘদিন ধরে মানসিকরোগে ভুগছিলেন। বিভিন্ন সময়ে তার চিকিৎসা করিয়েছিলেন তার পরিবার। আজ সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
তবে এ ঘটনায় পরিবারে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]