
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ ইয়াবাসদৃশ অ্যামফিটামিন ট্যাবলেটসহ হামিদ হোসেন (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।
বুধবার (২৬ জানুয়ারি) ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান।
আটক হামিদ হোসেন উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
পুলিশ সুপার শিহাব বলেন, বুধবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির বসতঘরে মাদকের চালান মজুদের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক বসত ঘরটি ঘেরাও করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়।
‘এতে ঘরটিতে তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ ইয়াবাসদৃশ অ্যামফিটামিন ট্যাবলেট। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]