
দিনাজপুর জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ছিলো ৩৩৩।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরিফুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শরিফুলের। আগে থেকেই কিডনীর সমস্যা ছিলো তার। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯ লাখ টাকা অর্থ প্রতারণার অভিযোগে এনআই অ্যাক্টের দুটি মামলায় ২০২১ সালের ২৩ জুলাই থেকে কারাগারে রয়েছেন শরিফুল। একটি মামলায় ছয় মাস এবং অপরটিতে এক বছরের সাজা হয় তার।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]