
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কানকি খাল থেকে সুমন হাওলাদার (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ৬ ঘণ্টা পর তার লাশ খাল থেকে উদ্ধার করা হয়।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।
তিনি জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাগরিবের নামাজের জন্য ওযু করতে বাড়ির পাশের কানকি খালে যান সুমন হাওলাদার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে রাত ১০ টার দিকে সুমন হাওলাদারের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, সুমন হাওলাদারের মৃগীরোগ ছিলো। কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]