
আশুলিয়ায় পোশাক শ্রকিদের মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান (২৭) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার মো. হাশেমের ছেলে। সে ওই এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে ব্যাপক পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত এক ইউপি মেম্বারের ছেলের ছত্রছায়ায় থেকে এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে ইমরান কিশোর গ্যাং তৈরি করেছে। এরা মাদক, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার রাতে শিমুলতলা এলাকায় বেঙ্গল গ্রুপের ইউফরিয়া নামের পোশাক কারখানা ছুটির পর রাত ৯টার দিকে ভুক্তভোগীরা কারখানার গেটে বের হওয়ার সাথেসাথে কিশোর গ্যাং নেতা ইমরানের নেতৃত্বে পাপ্পু, খোকন, সাব্বির, কাওছার, ইব্রাহিম, উজ্জল, সাজ্জাদ, জাকিরুল, সাইদুলসহ অজ্ঞাত আরো ১০/১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ হামলায় গুরুতর আহত হন হারুন অর রশিদ (২১), আলামিন (২০), আরজু (১৮), মিরাজ (২০), নয়ন (২২)।
আহত সবাই ইউফুরিয়ার শ্রমিক। এদের মধ্যে মিরাজের বাম হাতের হাড় ভেঙে গেছে। এসময় নগদ ২৮ হাজার পাঁচশ টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে মামলা নথিভুক্ত করা হয়। মামলা নং-৩৮। অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]