
জামালপুর জেলা কারাগারের হাজতি আসামি শাকিল মাহমুদ জিসান (২৬) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ।
নিহত শাকিল আহমেদ জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার সাবেক পৌর কমিশনার মৃত জসিম উদ্দিন জসির ছেলে।
কারাগার ও পুলিশ সূত্র জানায়, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। হাজতি আসামি জিসান ১৮ ডিসেম্বর (বুধবার) অসুস্থ হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ শাকিলকে ময়ময়নসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানিয়েছেন, অতিরিক্ত মাদক সেবনের ফলে হাজতি আসামি শাকিল মাহমুদ জিসানের ফুসফুসের সিংহভাগ পচে গেছে। ফুসফুস পচে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, শাকিল দীর্ঘদিন ধরে হিরোইন সেবন ও মাদকের ব্যবসা করতেন। তার নামে জামালপুর সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]