বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন তৈরি করেছে ভারতের এক নাগরিক। ক্ষুদ্র প্রকৌশলের (মিনিয়েচার ইঞ্জিনিয়ারিং) মাধ্যমে।
মেশিনটির দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা কোনোটাই দেড় ইঞ্চির বেশি নয়। সেবিন সাজির তৈরি এ ওয়াশিং মেশিনটিকে বিশ্বের ক্ষুদ্রতম বলে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
তবে, এ স্বীকৃতি পেতে সাজিকে দেখাতে হয়েছে যে, তার মেশিনটি কীভাবে কাজ করে তার গোটা প্রক্রিয়া। ছোট হলেও ক্ষুদ্রাকৃতির মেশিনটির পরিচালনা পদ্ধতি বড়গুলোর মতোই।
এটিও কাপড় ধুয়ে, নিংড়ে তারপর শুকিয়ে দিতে সক্ষম। এই মেশিনের ধারণক্ষমতা মাপতেও লেগেছে বিশেষ পরিমাপক যন্ত্র। ওয়াশিং মেশিনে ধরবে ২৫ গ্রাম ওজনের জিনিস।
অর্থাৎ দুটি ওরিও বিস্কুটের ওজনের চেয়ে খানিকটা বেশি। এই মেশিনে টেনেটুনে একটি মোজা ধুতে পারলেই নিজেকে ভাগ্যবান করতে পারবেন। তবে, এক জোড়ার কথা ভুলেও ভাবা যাবে না।
গত ১৯ এপ্রিল কেরালার কানজিরা পল্লিতে পণ্যটি সবার সামনে আনেন তরুণ উদ্ভাবক। গিনেস রেকর্ড গড়ার লক্ষ্যেই এমন যন্ত্র তৈরি করেছেন বলে দাবি করেন তিনি।
একটি ভিডিওতে দেখা যায়, ওয়াশিং মেশিনের ঢাকনা খুলে ছোট্ট এক টুকরো কাপড় দিয়ে এক চিমটি ওয়াশিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন সেবিন। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে দেন। সুইচ অন করলেই কাপড় ধোয়ার কাজ শুরু করে ওয়াশিং মেশিনটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]