শিরোনাম
বুক চিনচিনে মুহূর্ত ‌‘প্রথম প্রেম দিবস’ আজ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২
বুক চিনচিনে মুহূর্ত ‌‘প্রথম প্রেম দিবস’ আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদযাপিত হচ্ছে দিবসটি।


নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত জীবনের প্রথম ভালো লাগার সেই মানুষটির সঙ্গে আজও একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই না-হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।


‘প্রেম একবারই এসেছিল নীরবে/আমারই এ দুয়ার প্রান্তে/সে তো হায় মৃদু পায় এসেছিল/পারিনি তো জানতে।’ আসলে প্রথম প্রেমে পড়ার মুহূর্তটা সবার জন্যই বিশেষ। মনের অজান্তে আসা প্রথম প্রেমের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। নচিকেতা তো প্রথম প্রেমের অনুভূতি জানাতে গিয়ে হাজার কবিতাকে বেকার বলে বসেছেন। তার গান—‘হাজার কবিতা, বেকার সবই তা/তার কথা কেউ বলে না/সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’


প্রেম নিয়ে সুনীলের কবিতা তো ঘোরলাগা—‘এই হাত ছুঁয়েছে নীরার মুখ/আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?’ ‘এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি/এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়?’


সত্যিই, প্রথম প্রেমে কোনো রকম অপরাধবোধ থাকে না। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে ভালোবাসা কিংবা রোমান্স যেটুকু থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।


প্রেমিক মন প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নে ভাসে। স্বপনপাড়ে হারিয়ে যায়। গভীর ভাবনার উদ্রেক হয়। দু-চার লাইন কবিতা কিংবা গানও আসে উড়ুউড়ু মনে। চোখে-মুখে লজ্জা আর ধরা পড়ার ভয়! সব মিলিয়ে প্রথম প্রেম বিশেষ করে তোলে সবার জীবনে। সেই প্রেম পরণতি যদি না-ও পায়, তার রেশ থেকে যায় বহু বহুকাল।


তবে কারও কারও জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত আসে। ঝড়-বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়ে যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।


কবি মহাদেব সাহা লিখেছেন, ‘তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি/তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই। যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই/ তত মিশে যাই নিশ্বাসে প্রশ্বাসে।’


আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’


আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। নতুন মানুষ জীবনে জায়গা করে নেয়। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’


‘সমাজ সংসার মিছে সব/মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে/হৃদয় দিয়ে হৃদি-অনুভব। আঁধারে মিশে গেছে আর সব।’


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com