
বিশ্বের সবচেয়ে লম্বা নাকের মানুষ মেহমেত ওজিউরেক মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তুরস্কের বাসিন্দা মেহমেত গত সপ্তাহে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
লম্বা নাকের জন্য একাধিকবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন মেহমেত। ২০২১ সালে তার নাকের পরিমাপ করা হয়েছিল ৩ দশমিক ৪৬ ইঞ্চি। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ও ২০১০ সালে ইতালিতে একই খেতাব জিতেছিলেন মেহমেত।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য বলছে, গত সপ্তাহে মেহমেত অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
আর্তভিন শহরে মেহমেতকে সমাহিত করা হয়েছে। সংবাদমাধ্যমকে তার ছেলে বারিস বলেন, ‘আমরা শোকাহত। আমার বাবা খুব বড় মনের মানুষ ছিলেন। কাউকে পীড়া না দেওয়ার চেষ্টা করে গেছেন। বাবা শুধু তার নাক নিয়েই সুখী ছিলেন না, জীবন নিয়েও সুখী ছিলেন।’
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]