
টাঙ্গাইলের যমুনা নদীতে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। বাঘাইরটি ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল রাজবংশী নামে এক জেলের জালে আটকা পড়ে ওই বাঘাইর মাছটি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য তোলা হয়। বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম কাষাকষি করেন। দুপুরে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইর মাছটি ৭৫ হাজার টাকায় কিনে নেন।
জানা যায়, প্রথমে ওই বাঘাইর মাছটি বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। স্থানীয় মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি কিনে রাখেন। পরে ওই বাবলু হাওলাদার মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে বলেন, এত বড় বাঘাইর মাছ এরআগে কখনো এই গোবিন্দাসী বাজারে দেখেনি।
জেলে সুনীল বলেন, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইর মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইর মাছ এরআগে কখনো আমার জালে ধরে পরেনি।
বাঘাইর মাছটির ক্রেতা মো. সাগর জানান, গোবিন্দাসী বাজারে অনেক লোকের ভিড় দেখে এগিয়ে যাই।
বিশাল আকৃতির বাঘাইর মাছটি দেখে কিনতে ইচ্ছে হলো। অনেকেই মাছটির দাম করছিলেন। বিক্রেতা লাখ টাকা চাইলেও একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইরটি আমি ৭৫ হাজার টাকায় কিনেছি।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]