
সাধারণ একটি ছুটির দিনে কাজ করিয়ে নেওয়ার পরও প্রাপ্য অতিরিক্ত বেতন না দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি বিচিত্র এক প্রতিশোধ নিয়েছে এক কর্মী। ঘটনা আমেরিকার নিউইয়র্কের।
আমেরিকার নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয় ঘটে যাওয়া এমনই একটি ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সাধারণ একটি ছুটির দিনে কাজ করিয়ে নেওয়ার পরও প্রাপ্য অতিরিক্ত বেতন না দেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান বছর পঁচিশের এক কর্মী। কিন্তু তাতে কোনও লাভ হয় না।
বাক্-বিতণ্ডা চলতে থাকে দু’পক্ষের মধ্যে।
ঘটনায় চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ওই কর্মীকে। কিন্তু এই ঘটনায় কর্মী এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, চাকরি যাওয়ার আগে ‘মেরে, মরার’ সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
না, এ ‘মারা’ গায়ে হাত তোলা নয়। প্রাপ্য টাকা না পাওয়ার জন্য সামান্য প্রতিশোধ নেওয়া। সেই প্রতিশোধ নিতে গিয়েই সকলের অগোচরে, তিনি বিশটি আরশোলা ছেড়ে দেন রেস্তোরাঁয়। তবে, এই প্রাণীটি কিন্তু সাধারণ কোনো আরশোলা নয়।
চিড়িয়াখানায় রাখা সাপ এবং ট্যারান্টুলা মাকড়সাদের খাওয়ানোর জন্য এই বিশেষ ধরনের আরশোলা ব্যবহার করা হয়, যা কর্মীটি রেস্তোরাঁয় ছেড়েছিল।
পুরো ঘটনাই ধরা পড়ে রেস্তোরাঁর ‘সিসিটিভি ফুটেজ’-এ। ঘটনায় পুলিশ ওই কর্মীকে গ্রেফতার করেছে। কিন্তু শেষ পর্যন্ত চাকরি যায়নি ওই কর্মীর। তাঁকে রেস্তরাঁ কর্তৃপক্ষ দু’বছরের জন্য সাসপেন্ড করেছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]t